সত্য ঘটনা অবলম্বনে নির্মিত “Vaazhai” মালায়ালামের একটা মাস্ট ওয়াচ মুভি
পারিবারিক দারিদ্র্য, অর্থাবনতি, ক্ষমতার শোষনে একটা মানুষের ছেলেবেলা কিভাবে নষ্ট হচ্ছে সেটাই দেখানো হয়েছে ভাঝাই তে। ভারত/বাংলাদেশের অনেক জায়গায় এখনো এমন শিভানন্দরা রয়েছে।
কোনো টপ স্টারকাস্ট ছাড়াও সিনেমা কতটা সুন্দর হয় শুধুমাত্র অভিনয়ের কারনে সেটার জন্য ভাঝাই দেখতে হবে আপনাকে। আমার ধারনা এই ছেলের নখ সমান অভিনয় জানা আমাদের দেশের কোন অভিনয়শিল্পী আছে বা ছিলো।
PR: 8.5 / 10