ছোট একটা পাড়া বা এলাকা। সাত-আট পরিবার। আর এক মিস্ট্রিরিয়াস লোক “ম্যানুয়েল”। তার মায়ের অসুস্থতার কারনে তাকে সেই গ্রামে আসতে হয়েছে। ম্যানুয়েলের প্রতিবেশী প্রিয়াদর্শন। একটু জেদী আর তীক্ষ্ণ টাইপের বুদ্ধিসম্পন্ন মেয়ে। হঠাৎ একদিন রান্না করতে গিয়ে প্রিয়া ম্যানুয়েলের মধ্যে সন্দেহজনক কিছু দেখতে পায়। এরপর থেকে প্রিয়া, ম্যানুয়েল’কে একটু ফলো করতে থাকে। প্রথমে ব্যাপার’টা এত গুরুত্বের সাথে নেয় নি কিন্তু প্রিয়ার বিবাহবার্ষিকীর দিন হঠাৎ ম্যানুয়েলের ঘরে আগুন লাগে এবং ম্যানুয়েলের “মা” মিসিং হয়। এরপর থেকে শুরু হলো জমজমাট সাসপেন্স।
সাউথ ইন্ডিয়ানের মধ্যে মালায়ালাম ইন্ড্রাস্ট্রি থ্রিলার-মিস্ট্রি দিয়ে সবার সেরা তা আবারো প্রমাণ করে দিলো। গল্পের প্রেজেন্টেশন কীভাবে করতে হয় তা হারে হারে বুঝিয়ে দিয়েছে। স্লো বেজড সিনেমা হলেও প্রেজেন্টেশন যদি সুন্দর করে তাইলে যেমন মুভিই হোক বোর হওয়ার চান্স নেই। কিন্তু এখানে প্রেজেন্টেশন তো দারুণ হয়েছেই সাথে স্কিনপ্লেও খুব ফার্স্ট ছিল। সিনেমার সবচেয়ে বেশী ভালো লেগেছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। এক সেকেন্ডের জন্যও বোর হতে দিবে না। প্রতিটা মুহূর্তে আপনাকে রহস্যে ঘিরে রাখবে। এই সিনেমার প্রাণকেন্দ্রই ছিল ব্যাকগ্রাউন্ড মিউজিক। পুরো মুভি জুড়ে আপনাকে মিস্ট্রি একটা ভাইব দিবে। শেষের ৩০ মিনিট স্ক্রিন থেকে চোখ সরাতে পারবেন না। মোটকথা ডার্ক কমেডি, থ্রিলার, মিস্ট্রির সংমিশ্রণে দারুন এক মালায়ালাম সিনেমা।
ভালো এক্সপেরিয়েন্স নিতে বাংলা সাবটাইটেল দিয়ে মুভিটা উপভোগ করুন। আশা করি ভালো লাগবে।
পার্সোনাল রেটিংঃ ৪/৫